EIIN : 126759

H.S.C CODE: 1661

DEGREE : 2528

B.M.T : 23069

উপাধ্যক্ষের বাণী

 

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারেনা। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আনুষ্ঠানিক ভাবে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করে দেয়। ঐতিহ্যবাহী গোদাগাড়ী সরকারি কলেজের কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত সৌভাগ্যবান।কারণ তাদের বিকশিত প্রতিভা সমৃদ্ধ করার জন্য কলেজে নানা মুখী কর্মকান্ড-পরিচালিত হয়। উত্তর বঙ্গের শ্রেষ্ঠ  বিদ্যাপীঠ গুলোর মধ্যে গোদাগাড়ী সরকারি কলেজ অন্যতম। বর্তমান আওয়ামী লীগ সরকারের কর্মকান্ডের প্রতি আমি সন্তুষ্ট। এই সরকার ২০৪১ সাল পর্যন্ত  থাকলে বাংলাদেশ একটি দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে পরিণত হবে। এই  সরকার শিক্ষা বান্ধব সরকার । এই সরকারের দীর্ঘায়ূ কামনা করছি।

মোহাঃ উমরুলহক

উপাধ্যক্ষ

গোদাগাড়ী সরকারি কলেজ

গোদাগাড়ী, রাজশাহী।